র্যাব-১১, সিপিসি-১, কালীরবাজার ক্যাম্প অধিনায়ক এএসপি শাহ্ মো: শিবলী সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে দূর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাত সর্দার মাস্টার দেলু গোদনাইল বার্মষ্ট্যান্ড এলাকায় মরহুম বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল হোসেন এর বাড়ির ২ তলায় অবস্থান করছে। এরপর রবিবার দিবাগত রাত তিনটার দিকে র্যাব বাড়িটি গিয়ে ফেলে। এসময় মাস্টার দেলু বাহিনী র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পরে র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে দেলু গুলিবিদ্ধ হয়। তারপর দেলুকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেলুকে মৃত ঘোষণা করেন। শিবলী সাদিক আরো জানান, দেলুর আস্তানা থেকে অস্ত্র, গুলিসহ মাদস্ত্রব্য উদ্ধার করা হয়েছে।
এদিকে দুর্ধর্ষ সন্ত্রাসী মাস্টার দেলু নিহত হওয়ার সংবাদ পেয়ে ভোর থেকেই তার নির্যাতনের শিকার সিদ্ধিরগঞ্জ এলাকার বহু মানুষ একনজর তার লাশটি দেখতে মর্গে ভীড় জমাচ্ছে। মর্গে আগত এলাকাবাসি জানান, দেলু সিদ্ধিরগঞ্জ, তল্লা এলাকায় নিরীহ মানুষের উপড় যে পরিমানে অত্যাচার চালিয়েছে আল্লাহ র্যাবের মাধ্যমে তার বিচার করেছেন। সাধারন জনগণ দেলুর নিহত হওয়ার ঘটনায় র্যাবকে সাধুবাদ জানান।পুলিশ জানান, দেলুর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, মাদক, ডাকাতি, অস্ত্রসহ বহু মামলা রয়েছে।
এর আগে এপ্রিল মাসে দেলুকে গ্রেফতারো করা হয় ঃ