


g
On October 5, 2015, Spanish nationals working for power plant construction company Isolux Ingenieria were withdrawn from the project on security grounds. This withdrawal came in the wake of the murders of two foreigners in the country. The state-owned Electricity Generation Company of Bangladesh (EGCB) is implementing the project with joint funding from the World Bank (WB) and the government.
The EGCB has signed an agreement with two foreign construction companies for the Siddhirganj project in Narayanganj district.
The joint venture of Isolux Ingenieria SA and Samsung C&T Corporation, a Spanish-South Korean consortium, obtained the engineering, procurement and construction (EPC) contract and started work in August 2012.
Source : The Independent Bangladesh
অনেকদিন ধরেই নারায়ণগঞ্জে হকার এবং তাদের উচ্ছেদ নিয়ে চলছিল উতপ্ত রাজনৈতিক বাক্য আলাপ । হকার এবং তাদের যত্র তত্র ফুটপাত দখল হয়ত কিছুটা হলেও সাধারন মানুষদের চলাচলে বিগ্নিত করে । কিন্তু এই সাধারন মানুষরাই কিন্তু ফুটপাত টিকিয়ে রেখেছে ।
হকারদের কাছ থেকে চাদা যেই নেউক না কেন রাস্তার পাশে খোলা আকাশে দোকান খুলে বসা মানুশগুলো কিন্তু কোটিপতি না । নিদারুন পেটের দায়েই এই সকল মানুশগুলা ফুটপাতে বসে কিছু বিক্রির চেষ্টা করে । সখের বসে আনন্দে রোদ বৃষ্টি আর শীতে তারা রাস্তায় দাড়ায় না ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অনেক গুরত্বপুরন কাজ আছে এবং অনেক কাজ যা এখন শুরুই হয় নি সেখানে মেয়র আইভি তার লাইফের মিশন হিসাবে যেভাবে হকার উচ্ছেদ কে একটি ইস্যু বানিয়ে একটি সংঘাত ময় পরিস্থিতি সৃষ্টি করেছেন তা একান্তই তার রাজনৈতিক ব্যারথতা । কিছু গরীব মানুষের পেটে লাথি মেরে আমাদের ভদ্র সমাজের চলাচলের রাস্তা তৈরি করা কতটুকি শোভনীয় ।
হ্যা এটা সঠিক হকার যেখানেই বসুক যে ব্যাক্তি রাজনৈতিক ক্ষমতায় আছে তারা এর থেকে চাদা নেয় । এটি শুধুমাত্র নারায়ণগঞ্জের মধ্যেই সীমাবদ্ধ না । হকার রা চাদা দেয় , তারা পেটের দায়েই দেয় । কাউকে চান্দা দিয়ে যদি তার পেট চলে তাতে সেই খেটে খাওয়া মানুষগুলোর আপত্তি নেই । সিটি কর্পোরেশনের অনেক গুরত্বপুরন কাজ বাদ দিয়ে শুধুমাত্র সংসদ শামিম ওসমানের বিরোধিতা করার লক্ষে এতগুলা গরীব মানুষের পেটে লাথি দেওয়ার কোন মানে হয় না ।
আমাদের আহবান মেয়র আইভির কাছে দয়াকরে গরীব মানুশগুলার পেটে লাথি না মেরে তাদের জন্য কিছু করুণ । চাদায় ভাগ পান না বলে হকার উচ্ছেদ করে রাস্তা পরিস্কার করার আইডিয়া কাজ করবে না । আপনি হয়ত বসুন্ধরা নাইলে যমুনায় যান – লক্ষ গার্মেন্টস কর্মী আর খেটে খাওয়া মানুশগুলার বসুন্ধরা শপিং কমপ্লেক্স হোল নারায়ণগঞ্জ এর ফুটপাত । আর এই ফুটপাতে বসে হকার দের ঘরে খাবার জোটে । মানুষের ভাতের প্লেটে লাথি দিয়ে লাভ নাই ।
সিদ্ধিরগঞ্জ থানা বিতর্কিত ওসি (প্রশাসন) মুহাম্মদ সরাফত উল্লাহকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। ওসি সরাফত উল্লাহ সিদ্ধিরগঞ্জ থানায় যোগদানের পর থেকে তার বিরুদ্ধে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। বিভিন্ন রাজনৈতিক দলের বাইরে খোদ ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের বড় একটি অংশও তার ওপর ক্ষব্ধ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান বলেন, গণমাধ্যমে আসা প্রতিবেদন ও বিধবা নারী আছমা বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ, পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন ও এসআই ওমর ফারুকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে তদন্ত কমিটি। দায়িত্ব পালনে অবহেলা ও সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন না করায় অভিযুক্ত তিনজনকে সিদ্ধিরগঞ্জ থানা থেকে প্রত্যাহার করার জন্য জেলা পুলিশ সুপার বরাবর প্রতিবেদন দাখিল করা হয়। এর ভিত্তিতে অভিযুক্ত ওসিসহ তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয় ।
গত ৬ই মে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের হানিফ খান মিলনায়তনে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার মৃত হোসেন আলী সাউদের স্ত্রী আছমা বেগম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তার বাবার ওয়ারিশ সূত্রে সিদ্ধিরগঞ্জে ৪৯ দশমিক ৫০ শতাংশ সম্পত্তি আমরা ৭ ভাই বোন ভোগ করে আসছি। সিদ্ধিরগঞ্জ বাজার এলাকা আব্দুল্লাহ আল মামুনের ছেলে সাকিব বিন মাহমুদ (৫০), মো. মহসিন ও মৃত নূর মোহাম্মদের ছেলে মনির জোর করে ওই সম্পত্তি দখলে নেয়ার চেষ্টা করে।
পরে গত ২৫শে এপ্রিল আদালতে পিটিশন দায়ের করা করা হলে আদালত ভূমিতে শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে আদেশ দেন। আমি আদেশের নথি নিয়ে ওইদিন সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহর সঙ্গে দেখা করতে গেলে উল্টো আমার সঙ্গে অশোভন আচরণ করে থানা থেকে বের করে দেয়। পরে জানতে পারি ওসি আগে থেকেই আসামিদের থেকে ১৮ লাখ টাকার বিনিময়ে ম্যানেজ ছিল। পর দিন ২৬শে এপ্রিল সকাল ১০টায় আমি আদালতের আদেশ নিয়ে থানার পরিদর্শক (তদন্ত) আবুল হোসেনের সঙ্গে দেখা করলে তিনি ওই আদেশ রাখার জন্য আমার কাছে ২ হাজার টাকা গ্রহণ করেন।
এ ছাড়াও এসআই জাহাঙ্গীর আলম আমার ভাই আলীর কাছ থেকে ৩ হাজার টাকা নিয়ে নালিশা ভূমিতে আসামিদের কাজ বন্ধ করে দেন। কিন্তু ২ থেকে ৩ মিনিট পর থানার অপর এসআই ফারুক এসে আমার ভাই মো. আলী সহ ওমর ফারুক ও ইমরানকে আটক করে থানায় নিয়ে যায়। তখন তাদের ছেড়ে দিতে এসআই ফারুক ৫০ হাজার টাকা উৎকোচ দাবি করে এবং ওইদিন রাত ১১টায় থানার ওসির সঙ্গে দেখা করতে বলে।
পরে আমি রাত সাড়ে ১১টায় ৫০ হাজার টাকা সহ আমার বাড়ির কর্মচারী দেলোয়ারকে থানায় পাঠাই। ওমর ফারুক সেই টাকা গ্রহণ করে। এদিকে মিথ্যে মামলায় ১৯ দিন জেল খেটে গত ১৬ই মে জামিনে মুক্ত হয় ওই বিধবার ভাই মো. আলী ও তার মেয়ের জামাতার কর্মচারী ওমর ফারুক ও ইমরান।
আমাদের সিদ্ধিরগঞ্জ শিল্পায়ন ও বাংলাদেশের অর্থনীতির জন্য অনেক গুরত্বপুরন হলেও এতদিন সিদ্ধিরগঞ্জ সম্পর্কে তথ্য মুলক কোন পেজ wikipedia ছিল না । সমগ্র বিশ্বের কাছে তথ্যের প্রথম উৎস হোল উইকিপিডিয়া ।
বিগত অনেক দিন যাবত অনেক প্রচেষ্টা , লেখা এবং তদবির করার পড় এখন উইকিপিডিয়ায় আজ থেকে জায়গা করে নিয়েছে সিদ্ধিরগঞ্জের তথ্য মুলক উইকিপিডিয়া পেজ । https://en.wikipedia.org/wiki/Siddhirganj এই লিঙ্কে গেলে ই উইকিপিডিয়ার এই পেজ টি দেখতে পাবেন । কিছুদিনের মধ্যে গুগলে ইংরেজিতে সিদ্ধিরগঞ্জ(Siddhirganj) লিখে সার্চ দিলে প্রথমেই সিদ্ধিরগঞ্জ এর উইকিপিডিয়া পেজ আসবে বলে আশা করছি ।
এখন এই পেজ টি ইংরেজিতে আছে , তবে সপ্তাহখানেকের মধ্যেই উইকিপিডিয়ায় সিদ্ধিরগঞ্জ এর বাংলা উইকি পেজ তৈরি করে ফেলব আশা করি । এখন থেকে আশা করি যে কেউ সিদ্ধিরগঞ্জ নিয়ে কিছু জানতে চাইলে আমাদের ওয়েবসাইট বাদেও আন্তর্জাতিক ভাবে উইকিপিডিয়ায় সিদ্ধিরগঞ্জের অতীতের ইতিহাস এবং বর্তমান সাফল্য নিয়ে জানতে পাড়বেন ।
সিদ্ধিরগঞ্জ আপনার জন্মভহুমি , এই নিয়ে আপনিও যে কোন সুন্দর গল্প , সৃতি , ইতিহাস , কবিতা বা যে কোন কিছু লিখতে পাড়েন । লিখে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে দিন । ইন্সাল্লহা প্রকাশ করার চেষ্টা করব ।
সকলে ভাল থাকবেন ।
—- আজিজ তারেক
Adamjee Export Processing Zone is located in Siddhirganj , one of the oldest industrial city in Bangladesh. Overly siddhirganj Industrial zone have more than 15 thousand factory and industrial establishment .
The basic information regarding AEPZ is provided below in an orderly fashion.
Adamjee EPZ
Established: 2006 |
Adamjee Nagar, Shiddirgonj, Narayanganj
15 Km form Dhaka City |
Zone area: 245.12 Acres Number of industrial plots: 229 Plot Size: 2000 sqm Avg. Plot Tariff : US $ 2.20 /sqm /year |
Export (Cumulative Million USD)
in FY 2014-15 1,688.28 |
Employment Cumulative (Number)
40,091 |
Investment
(Cumulative Million USD) in FY 14-15 316.48 |
Year | Cumulative ( No. ) |
---|---|
2005-06 | 1625 |
2006-07 | 1816 |
2007-08 | 5989 |
2008-09 | 7772 |
2009-10 | 11789 |
2010-11 | 16156 |
2011-12 | 21017 |
2012-13 | 30874 |
2013-14 | 36007 |
2014-15 | 40091 |
2015-16 | 46459 |
Year | Cumulative ( Million US $ ) |
---|---|
2005-06 | 0.23 |
2006-07 | 9.69 |
2007-08 | 24.8 |
2008-09 | 84.92 |
2009-10 | 188.57 |
2010-11 | 353.25 |
2011-12 | 560.57 |
2012-13 | 834.67 |
2013-14 | 1220.90 |
2014-15 | 1688.28 |
2015-16 | 2251.19 |
S/N | Name Of Enterprise | Investing Country | Products | Web Address |
---|---|---|---|---|
1 | A.M.C.S Textiles Limited | UNTD KINGDOM | Garments | |
2 | Ananta Apparels Ltd. | MAURITIUS | Garments | |
3 | Ananta Huaxiang Limited | SINGAPORE | Knitting & other Textile pdt. | |
4 | Astha Tech. Ltd | Bangladesh | Garments Accessories | |
5 | Beka Garment Textiles Limited | BANGLADESH | Garment Accessories | |
6 | Bengal Pelli (BD) Ltd. | PORTUGAL | Footwear & Leather goods | |
7 | Bumsei Co., Ltd. | S. KOREA | Footwear & Leather goods | |
8 | Cancun Food Products Ltd. | GERMANY | Miscellaneous | |
9 | CG Fashions Ltd | JAPAN | Garments | |
10 | Checkpoint Systems Bangladesh Ltd. | NETHERLAND | Garment Accessories | |
11 | Dhaleshwari Limited | BANGLADESH | Garment Accessories | |
12 | DNV Clothing Ltd. | INDIA | Garments | |
13 | Enigma Tech Limited | BANGLADESH | Knitting & other Textile pdt. | |
14 | Epic Garments Mfg. Co. Ltd | HONGKONG,CHINA | Garments | |
15 | Erum Bangladesh Limited | SPAIN | Garment Accessories | |
16 | Euro-A Zipper Co. (BD) Ltd. | BANGLADESH | Garment Accessories | |
17 | Exhibit Clothing Ltd. | HONGKONG,CHINA | Garments | |
18 | FEM Wendler Interlining Ltd. | GERMANY | Knitting & other Textile pdt. | |
19 | French Fashion Knitting Pvt. Ltd. | HONGKONG,CHINA | Garment Accessories | |
20 | Garisan Etika Bangladesh (Pvt.) Ltd. | MALAYSIA | Power Industry | |
21 | Hamilton Metal Corporation Ltd. | BANGLADESH | Garment Accessories | |
22 | Hanzee Industrial Company Limited | KOREA RP | Garment Accessories | |
23 | Hy-Lan Sweater International Ltd. | CANADA | Knitting & other Textile pdt. | |
24 | Image | BANGLADESH | Garment Accessories | |
25 | Image (Unit-2) | BANGLADESH | Garments | |
26 | Interlabes Robust Bangladesh (Pvt.) Ltd. | INDIA | Miscellaneous | |
27 | King Kong Leather Ware (BD) Ltd. | MALAYSIA | Footwear & Leather goods | |
28 | Kone Garments & Accessories Mfg.Co.(BD) Ltd. (U-2) | HONGKONG,CHINA | Garments | |
29 | Korean Leather Tech Co. Ltd. | CHINA | Footwear & Leather goods | |
30 | Kwun Tong Apparels Ltd. | BR. VIRGIN. IS | Garments | |
31 | London 1st Textiles Ltd. | UNTD KINGDOM | Garments | |
32 | Maa Composite Ltd. | BANGLADESH | Knitting & other Textile pdt. | |
33 | Maheen Dizayn Etiket (BD) Limited | BANGLADESH | Garment Accessories | |
34 | Maruhisa Pacific Co. Ltd. | JAPAN | Knitting & other Textile pdt. | |
35 | Mikhail Plastopak Limited | BANGLADESH | Garment Accessories | |
36 | NATco Global Packaging Dhaka Ltd. | U.S.A. | Garment Accessories | |
37 | Neo Bangla Limited | S. KOREA | Chemical & Fertilizer | |
38 | Newtop Textile BD Ltd. | CHINA | Textile | |
39 | R-Pac Bangladesh Packaging Co. Ltd. | U.S.A. | Garment Accessories | |
40 | Remi Holding Ltd. | BANGLADESH | Knitting & other Textile pdt. | |
41 | Renaissance Jewellery Bangladesh Pvt. Ltd. | INDIA | Miscellaneous | |
42 | Ribbon and Bow Factory Ltd. | BR. VIRGIN. IS | Garment Accessories | |
43 | Saitonensi Bangladesh Ltd. | JAPAN | Textile | |
44 | Saleha Wires Limited | BANGLADESH | Metal Products | |
45 | Scandex Knitwear Limited | BANGLADESH | Knitting & other Textile pdt. | |
46 | Shore to Shore Textile Ltd. | BANGLADESH | Garment Accessories | |
47 | Sigma Engineers Limited | BANGLADESH | Miscellaneous | |
48 | Simba Fashions Limited | INDIA | Garments | |
49 | SML Packaging Solutions Bangladesh Limited | Hong Kong, India and Canada | Garment Accessories | |
50 | Suad Garments Industries Ltd. | KUWAIT | Garments | |
51 | Super Protective Shoes (Pvt.) Ltd. | UKRAINE | Footwear & Leather goods | |
52 | Supreme Knitwear Ltd. | HONGKONG,CHINA | Garments | |
53 | Supreme Smartwear Ltd. | HONGKONG,CHINA | Garments | |
54 | T & S Buttons (Bangladesh) Ltd. | HONGKONG,CHINA | Garment Accessories | |
55 | Tex Zippers (BD) Ltd. | INDIA | Garment Accessories | |
56 | UHM Ltd. | BANGLADESH | Garments | |
57 | Universal Menswear Ltd. | ROMANIA | Garments | |
58 | Yassma Knitting & Dyeing Ltd. | PAKISTAN | Knitting & other Textile pdt. | |
59 | Yester Accessories Company (BD) Ltd. | HONGKONG,CHINA | Garment Accessories | |
60 | Yester Jeans Ltd. | BANGLADESH | Garments | |
61 | Yokohama Labels and Printing (BD) Co. Ltd. | JAPAN | Garment Accessories |
Eshtablished: 2006
Zone area : 245.12 Acres
Number of industrial plots : 229
Plot Size: 2000 sqm Avg.
Plot Tariff : US $ 2.20 /sqm /year.
Space of Standard Factory Building : 56196 sqm.
SFB Tariff : US $ 2.75 /sqm /month
Water Supply : Treated water through Treatment Plant.
Tariff : Tk. 25.74 / CM.
Gas Supply : From Titas Gas Transmission & Distribution Company Ltd.
Tariff : Tk. 5.86 / CM.
Power Supply : Own Sub-station. 11 kv, 3 phase, 50 cycles / sec.
Tariff : Tk. 8.05 / kwh.
(Utilities will be charged at the current rate of US $)
History :
এইবারের চার নাম্বার ওয়ার্ডের কমিশনার নির্বাচন ছিল উত্তেজনাকর । সিদ্ধিরগঞ্জের একটি অন্যতম গুরত্বপুরন ওয়ার্ডে কে হবেন কমিশনার এই নিয়ে চলেছে বিভিন্ন খেলার চাল । এলাকার বিভিন্ন গন্য মান্য ব্যাক্তিবরগ বিভিন্ন মেরুতে ভাগ হয়ে যাওয়ায় এর নির্বাচনী প্রচারনাও ছিল প্রতিযোগিতায় ভরা ও মাঝে মাঝে হুমকিতে নগন্য ।
শুরু থেকেই আওয়ামিলিগের সংগ্রামী নেতা মতিন মাস্টার এর ছেলে আরিফুল হক হাসানের নির্বাচনী প্রচারনায় ছিল অন্য পক্ষের বিপুল হুমকি ধমকি । নির্বাচিত হলে হাসান সমর্থনকারীদের এলাকা ছাড়া করা হবে এর তবলা বাদক ছিল সবখানে । এমনকি বিভিন্ন প্রচারণা ক্ষেত্রে এর সমর্থনকারীরা শারিরিক ভাবেও হামলার সম্মুখীন হয়েছে । এইবার প্রাক্তন কমিশনার হোসেন চেয়ারম্যান , হাসানের অন্যতম প্রতিপক্ষ নজ্রুল কে সমর্থন দিলে কোণঠাসা হয়ে পড়ে হসান এর সমর্থনকারী গোষ্ঠী । কিন্তু কিছুদিন আগে উপ নির্বাচনে অলরেডি নির্বাচিত হওয়া হাসান জয় করে নিয়েছে তারুণ্যের মন ।
এইবার নারায়ণগঞ্জ নির্বাচনে হাজারো তরুন ও নতুন ভোটার রা বদলে দিয়েছে সকল প্রেক্ষাপট । টাকা দিয়ে ভোট কেনার সংস্কৃতি বদলে দিয়েছে তরুন ভোটার রা । মুলত শিক্ষিত এবং তরুন হাসান ছিল এলাকার তরুন দের মাঝে একজন আইকন । চার নম্বর ওয়ার্ডে এবার বয়েছে টাকার খেলা । ভোট কেনার রাজনীতিতে এবার অনেক ধন্যাড্য ব্যাক্তি টাকার জোয়ার ভাসিয়েছেন হাসান বিরোধী শিবিরে । টাকার আধিক্যে তাই তারা ছিলেন এতটাই অন্ধ যে নির্বাচনের আগেই তারা জিতে গেছেন এমন ভাব অনেকেই নিয়েছে । কিন্তু সমস্যা হোল তরুণদের টাকা দিয়ে কেনা যায় কম , তারুণ্যের মন জয় করতে হয় ব্যাক্তিত্ব দিয়ে ।
Dব্যাক্তিত্ব , ও জনপ্রিয়তার প্রমান দিলেন আরিফুল হক হাসান । এইবার অতীতের অশিক্ষিত প্রতিপক্ষদের হুমকি গুলো কে ক্ষমা করে দিয়ে একটি সুন্দর সিদ্ধিরগঞ্জ ও ইউনাইটেড সিদ্ধিরগঞ্জ প্রতিষ্ঠা করবেন বলেই সকল নাগরিকের প্রত্যাশা । এলাকার বিভিন্ন ব্যাপারে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল এগিয়ে যেতে পাড়ে সিদ্ধিরগঞ্জ , এতে এগিয়ে যাবে আরিফুল হক হাসানের রাজনৈতিক ক্যারিয়ারও ।
কিন্তু আজ শুরুতেই হাসান এর বিজয় মিছিল হামলার মুখে পড়ে শিরাইল এলাকায় । এতে বিভিন্ন হাসান সর্থনকারী গুরতর ভাবে আহত হয়েছে । । দিনের শুরুতেই এই ন্যাক্কারজনক হামলা কারো জন্য ভাল সংবাদ বয়ে আনবে না বলেই সবাই মনে করে । এক মাঘে শিত যায় না তা সবারই dবোঝা উচিৎ ।
আর এখন পর্যন্ত নারায়ণগঞ্জ
সিটি করপোরেশন নির্বাচন – ২০১৬
প্রাপ্ত কেন্দ্রের ফলাফল : ৮৮ টি
সেলিনা হায়াৎ আইভী ৮৮২৮৯
সাখাওয়াত হোসনে খান ৫২৯০৩
জয় তারুণ্যের , জয় বাংলা , জয় বঙ্গবন্ধু
২০১০ সালের ৫ মে এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও বন্দরের কদমরসুল পৌরসভা নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠিত হয়। পরের বছর ৩১ অক্টোবর নবগঠিত সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
এরপর ২০১৩ সালের ফেব্রুয়ারিতে সাবেক সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আবদুল মতিন প্রধান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে আলাদা করতে হাইকোর্টে একটি রিট দাখিল করেন। ঐ সময় এ রিটের শুনানি নিয়ে হাইকোর্ট
রুল জারি করে। রুলটি বর্তমানে বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের বেঞ্চে রুলটি বিবেচনাধীন রয়েছে।
এ অবস্থায় নির্বাচনের তফসিল আইনি নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে প্রত্যাহার, বাতিল বা স্থগিত করতে বলা হয়েছে। একইসঙ্গে স্থানীয় সরকার সচিবকে এ নির্বাচন বন্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত পদক্ষেপের নেয়া হবে বলে নোটিসে বলা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে আলাদা করার মামলা বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচনের তফসিল ঘোষণা করার কারণে এই নোটিস দেয়া হয়েছে।
নোটিসে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং অফিসার, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
১৪ নভেম্বর বিকালে ইসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী ২২ ডিসেম্বর এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
র্যাব-১১, সিপিসি-১, কালীরবাজার ক্যাম্প অধিনায়ক এএসপি শাহ্ মো: শিবলী সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে দূর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাত সর্দার মাস্টার দেলু গোদনাইল বার্মষ্ট্যান্ড এলাকায় মরহুম বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল হোসেন এর বাড়ির ২ তলায় অবস্থান করছে। এরপর রবিবার দিবাগত রাত তিনটার দিকে র্যাব বাড়িটি গিয়ে ফেলে। এসময় মাস্টার দেলু বাহিনী র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পরে র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে দেলু গুলিবিদ্ধ হয়। তারপর দেলুকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেলুকে মৃত ঘোষণা করেন। শিবলী সাদিক আরো জানান, দেলুর আস্তানা থেকে অস্ত্র, গুলিসহ মাদস্ত্রব্য উদ্ধার করা হয়েছে।
এদিকে দুর্ধর্ষ সন্ত্রাসী মাস্টার দেলু নিহত হওয়ার সংবাদ পেয়ে ভোর থেকেই তার নির্যাতনের শিকার সিদ্ধিরগঞ্জ এলাকার বহু মানুষ একনজর তার লাশটি দেখতে মর্গে ভীড় জমাচ্ছে। মর্গে আগত এলাকাবাসি জানান, দেলু সিদ্ধিরগঞ্জ, তল্লা এলাকায় নিরীহ মানুষের উপড় যে পরিমানে অত্যাচার চালিয়েছে আল্লাহ র্যাবের মাধ্যমে তার বিচার করেছেন। সাধারন জনগণ দেলুর নিহত হওয়ার ঘটনায় র্যাবকে সাধুবাদ জানান।পুলিশ জানান, দেলুর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, মাদক, ডাকাতি, অস্ত্রসহ বহু মামলা রয়েছে।
এর আগে এপ্রিল মাসে দেলুকে গ্রেফতারো করা হয় ঃ
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমানের বিরুদ্ধে ৩১ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জ থানার পাশে সোর্স নজরুল ভাড়া বাসায় ডেকে এনে এক আসামীর দুই স্ত্রীকে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ঠে আসে ।
পরদিন এই দুই মহিলা সাংবাদিক ও বিভিন্ন আইনজীবীদের কাছে অভিযোগ করলে । কালের কন্ঠ ও অনলাইনে এই খবরে তোলাপার শুরু হয়ে যায় । ডাকাতি মামলায় মিজমিজি দক্ষিণপাড়া থেকে একজনকে গ্রেফতার করে ৩১ আগস্ট রিমান্ডে নেয় পুলিশ। ওই রাতেই রিমান্ডে নির্যাতন করা হবে না শর্তে ২৫ হাজার টাকা দিতে ব্যর্থ হওয়ায় দুই সতীনকে ধর্ষণের অভিযোগ ওঠে এসআই আতাউর ও তার দুইজন সোর্স নজরুল এবং শুভের বিরুদ্ধে। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে গঠন করা হয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি। শুক্রবার আটক করা হয় দুইজন সোর্স নজরুল ও শুভকে।
এই ঘটনার সত্যি মিথ্যা কখন বের হয়ে আসবে না । কিন্তু শুধুমাত্র একজন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের এস আই এর কারনে আজ সমগ্র প্রতিষ্ঠানটি সোসাল মিডিয়াতে পুলিশ এর নামে মানুষ বিভিন্ন নেগেটিভ মন্ত্যব্য করছে । এই ঘটনায় এস আই আতাউর সরাসরি জড়িত ছিল না কি ছিল না তার থেকে গুরত্বপুরন । ইচ্ছার বিরুদ্ধে দুই নারীর সম্ভ্রম কেড়ে নেবার মত উন্মাদনা কেন আমাদের মত মুসলিম দেশে আজো চলছে ।
আর বেশিরভাগ ক্ষেত্রেই সোর্স রা ইয়াবা সেবি কিংবা প্রত্যখ্য ভাবে এর ব্যাবসার সাথেই জড়িত । ক্রাইম দমন করতে গিয়ে , ক্রিমিনাল দের সাথে থেকে যখন আইন রক্ষাকারী করে বসে মানবের হিন্যতম অপরাধ তখন প্রশ্ন থেকে যায় রাষ্ট্রের কাছে । আর কত ধামা চাপা দিতে হবে আমাদের কলঙ্ক গুলোকে